সর্বশেষ

বিমানের যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

Special instructions for air passengers

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় জনসমাগম বাড়ার সম্ভাবনার কারণে বিশেষ সতর্কতা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানিয়ে মঙ্গলবার সংস্থাটি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানমুখী প্রধান সড়কগুলো এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) জনসমাগমের কারণে চরম যানজটের মুখে পড়তে পারে। পরিস্থিতি বিবেচনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের যাত্রার সময় এগিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জনসমাগম ও সম্ভাব্য ট্রাফিক চাপের কারণে বিমানবন্দরে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে। ফলে যাত্রীরা যেন চেক-ইন ও বোর্ডিংয়ে কোনোরূপ বিঘ্নের সম্মুখীন না হন, সে জন্য সময় ব্যবস্থাপনা আগে থেকেই নিশ্চিত করতে বলা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বিশেষ আয়োজনকে ঘিরে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে, যা চলাচলে অতিরিক্ত সময়ের প্রয়োজন সৃষ্টি করতে পারে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে থাকার পাশাপাশি যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup