সর্বশেষ

প্রবাসীর বাড়িতে ককটেল ফাটিয়ে ২৬ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট

Munsigonj

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুয়েত প্রবাসীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে ।

এ সময় ডাকাতরা প্রায় ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার, একটি আইফোন ইলেভেন প্রো ও একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। কুয়েত থেকে দেশে আসার ৫ দিনের মাথায় ডাকাতির কবলে পড়লেন আল-আমিন।

আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক জানান, প্রায় ১৫-২০ জন মুখোশ পরা ডাকাত নৌপথে ট্রলারযোগে এসে আমাদের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রথমেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি সৃষ্টি করে ঘরের সবাইকে জিম্মি করে ফেলে। তাদের হাতে ছিল দা, চাইনিজ কুড়াল, আগ্নেয়াস্ত্র (শটগান)। এ সময় ডাকাতরা ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, কুয়েতি মুদ্রা প্রায় ১০০ দিনার, একটি আইফোন ইলেভেন প্রো ও একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায় ।

ডাকাতির পরে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দলকে বাড়িটিতে প্রবেশ করতে এবং দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম হান্নান বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup