সর্বশেষ

শেনজেন ভিসা নিয়ে সতর্ক করল দূতাবাস

Visa 1

ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে। দূতাবাস জানিয়েছে, ভিসা গ্রহণের ক্ষেত্রে তাদের একমাত্র অনুমোদিত অংশীদার হলো ভিএফএস গ্লোবাল। এই প্রতিষ্ঠানের বাইরে ভিসা প্রক্রিয়ায় যুক্ত অন্য কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তির সঙ্গে দূতাবাসের কোনো ধরনের সহযোগিতা নেই।

সোমবার দূতাবাসের মাইগ্রেশন বিভাগ এক বার্তায় স্পষ্ট করে জানায়, ভিএফএস গ্লোবালের একই প্রাঙ্গণে থাকা অন্যান্য প্রতিষ্ঠান বা সেবা প্রদানকারীদের সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই। এ কারণে ভিসা আবেদনকারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের বার্তায় আরও বলা হয়, ভিসা প্রক্রিয়াকে ঘিরে প্রতারণা বা অতিরিক্ত অর্থ আদায়ের ফাঁদে না পড়তে আবেদনকারীদের সতর্ক হতে হবে। শেনজেন ভিসার সঠিক ফি, নথিপত্র এবং প্রক্রিয়াসংক্রান্ত সব তথ্য ভিএফএস গ্লোবালের সরকারি চ্যানেলের মাধ্যমেই জানা উচিত।

সুইডেনের এই সতর্কবার্তা মূলত ভিসা সেবা নিয়ে বিভ্রান্তি ও ভুয়া দালালচক্রের প্রলোভন থেকে আবেদনকারীদের রক্ষা করতে জারি করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, ভিএফএস গ্লোবাল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে আবেদনকারীরা ঝুঁকির মুখে পড়তে পারেন এবং তা গ্রহণযোগ্য হবে না।

বর্তমানে শেনজেন ভিসা প্রদানকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, নরওয়ে, সুইডেনসহ ইউরোপের ২৭টি দেশ। এসব দেশের জন্য ভিসা আবেদন পদ্ধতিতে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভিএফএস গ্লোবালই একমাত্র অনুমোদিত সংযোগসূত্র হিসেবে কাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup