সর্বশেষ

বাংলাদেশিসহ ১১২ অভিবাসীকে দেশে পাঠালো মালয়েশিয়া

Malaysia deports 112 migrants, including Bangladeshis

মালয়েশিয়া কর্তৃপক্ষ সাজা শেষে বাংলাদেশিসহ মোট ১১২ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেশটির ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, কেদাহ প্রদেশের ইমিগ্রেশন বিভাগ ৩ ডিসেম্বর এসব অভিবাসীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে।

ইমিগ্রেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কেএলআইএ–১ ও কেএলআইএ–২ টার্মিনাল থেকে পৃথক ফ্লাইটে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। ফেরত যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭৬ জন পুরুষ এবং ৩৬ জন নারী রয়েছেন।

ফেরত পাঠানো অভিবাসীরা বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, লাওস ও বুর্কিনা ফাসোসহ বিভিন্ন দেশের নাগরিক। তবে বিজ্ঞপ্তিতে কতজন বাংলাদেশি এতে অন্তর্ভুক্ত ছিলেন তা উল্লেখ করা হয়নি।

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের শনাক্ত, গ্রেফতার এবং দেশে ফেরত পাঠানোর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই কেদাহ ইমিগ্রেশন বিভাগ এ কার্যক্রম পরিচালনা করেছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান এবং রিটার্ন প্রক্রিয়া নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup