হকি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশের জুনিয়র দল। প্রিলিমিনারি রাউন্ডে বড় দলগুলোর বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইয়ের পর স্থান নির্ধারণী (১৭–২৪ তম স্থান) ম্যাচেও একই ধারাবাহিকতা বজায় রেখেছে লাল–সবুজের তরুণরা। প্রতিপক্ষ ওমানের বিপক্ষে তারা প্রমাণ করেছে নিজেরা কতটা উন্নতি করেছে।
বৃহস্পতিবার ভারতের চেন্নাইয়ের মাদুরায় অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে সমশক্তির দল ওমানকে ১৩–০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখানো লাল–সবুজ দল ওমানকে কোনো প্রতিরোধ গড়ার সুযোগই দেয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো—ওমানকে হারাতে বাংলাদেশ বরাবরই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে; সেই বিবেচনায় এটি বাংলাদেশের ইতিহাসের সেরা জয়গুলোর একটি।
বাংলাদেশের হয়ে হ্যাটট্রিকসহ পাঁচটি গোল করেন আমিরুল। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় হ্যাটট্রিক, যা তাকে টুর্নামেন্টের অন্যতম আলোচিত খেলোয়াড়ে পরিণত করেছে। রাকিবুল হাসান রকিও ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে করেন এক হ্যাটট্রিক।
আরও
তাদের সঙ্গে স্কোরশিটে নাম লেখান আবদুল্লাহ, জয় ও সাজুরা। পুরো ম্যাচজুড়ে সিগফ্রিড আইকম্যানের শিষ্যরা আক্রমণাত্মক হকি উপহার দিয়ে একের পর এক গোলের সুযোগ তৈরি করে ওমানকে কার্যত অসহায় করে তোলে।
বিশেষজ্ঞদের মতে, এই বড় জয় শুধু স্থান নির্ধারণী ম্যাচেই নয়, বরং বাংলাদেশের জুনিয়র হকির ক্রমাগত উন্নতির স্পষ্ট লক্ষণ। দলটি ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্স দেখাতে পারলে ভবিষ্যতে বড় মঞ্চেও ভালোর দিকনির্দেশনা রচিত হবে।









