সর্বশেষ

বাংলাদেশ ও ইয়েমেনের জন্য যুক্তরাজ্য-সৌদির যৌথ মানবিক প্রকল্প

Uk flag

ইয়েমেন এবং বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতা কমানো ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির প্রবেশাধিকার নিশ্চিত করতে নতুন মানবিক সহায়তা উদ্যোগ ঘোষণা করেছে যুক্তরাজ্য ও সৌদি আরব। উভয় দেশ যৌথভাবে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে দুই দেশে অন্তত ১০ লাখ মানুষের জন্য সহায়তা কার্যক্রম জোরদার করা হবে।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ ও ২ ডিসেম্বর আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা বিষয়ক তৃতীয় কৌশলগত সংলাপ আয়োজন করে যুক্তরাজ্য এবং সৌদি আরব। এই সংলাপ থেকেই যৌথ মানবিক প্রকল্পটির ঘোষণা আসে। প্রকল্পটির লক্ষ্য হলো খাদ্য সংকট মোকাবিলা, পরিষ্কার পানির ব্যবস্থা উন্নত করা এবং বিভিন্ন মানবিক ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ব্রিটিশ আন্তর্জাতিক বিনিয়োগ (British International Investment) এবং সৌদি প্রতিষ্ঠানের একসাব (ECXAB)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি উদ্ভাবনী অর্থায়ন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং প্রযুক্তিগত সমন্বয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।

উভয় দেশ বহুপক্ষীয় উন্নয়ন কাঠামোকে আরও কার্যকর, স্বচ্ছ এবং সমন্বিত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে। যৌথভাবে কাজ করার ফলে মানবিক সহায়তার গতি ও প্রভাব আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ হাইকমিশন জানায়, এ অংশীদারিত্ব আন্তর্জাতিক মানবিক সহায়তার আধুনিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে অভিজ্ঞতা, সম্পদ ও দক্ষতার সমন্বয়ের মাধ্যমে টেকসই এবং জীবন রক্ষাকারী উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup