মাদারীপুরের কালকিনিতে চার মাসের শিশু সন্তানসহ এক প্রবাসীর স্ত্রী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্বজনরা বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ নাদিরা বেগম কালকিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের দক্ষিণ কৃষ্ণনগর এলাকার দুবাই প্রবাসী মানিক চৌকিদারের স্ত্রী এবং ডাসার উপজেলার উত্তর খিলগ্রামের ইসলাম মাতুব্বরের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, গত সোমবার সকালে চার মাসের মেয়েকে কোলে নিয়ে বোনের বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন নাদিরা। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বজনরা নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন। এ অবস্থায় প্রবাসী মানিকের বড়বোন রাশিদা বেগম গত ১ ডিসেম্বর কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ নারীর স্বজনরা জানান, দীর্ঘ সময় ধরে কোনো যোগাযোগ না থাকায় তারা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। কেউ তাকে অপহরণ করেছে কি না বা কোনো দুর্ঘটনা ঘটেছে কি না—এসব আশঙ্কায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত নাদিরা ও তার শিশুকন্যার সন্ধান পেতে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
আরও
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সোহেল রানা জানান, থানায় করা সাধারণ ডায়েরির সূত্র ধরে নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের জন্য পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। সম্ভাব্য সব স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং নাদিরা বেগম ও তার শিশুকে নিরাপদে উদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।











