সর্বশেষ

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

Expatriate dies of electrocution while fishing

কিশোরগঞ্জের কটিয়াদীতে খাদে মাছ ধরতে গিয়ে লিমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু নাঈম (২৪)। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। লিমন সৌদি প্রবাসী ছিলেন এবং তিনি ওই গ্রামের কুদ্দুস মিয়ার একমাত্র ছেলে। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বন্ধু বাড়ির পাশের খাদে সেচ দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় মোটরচালিত পানির পাম্প স্থাপন করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার পানিতে পড়ে যায়। এতে পুরো পানি বিদ্যুতায়িত হয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদেরকে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম বর্তমানে চিকিৎসাধীন।

লিমনের পরিবার জানায়, প্রায় পাঁচ মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরে বিয়ে করেছিলেন লিমন। তাঁর স্ত্রী তিন মাসের অন্তঃসত্তা। ছেলে হারিয়ে শোকে মূহ্যমান পরিবার এখন স্তব্ধ ও অসহায়।

গ্রামবাসী ও স্বজনরা বলেন, খুব অল্প সময়ের ব্যবধানে প্রবাসফেরত লিমনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। সকলে এই দুর্ঘটনাকে দুঃখজনক অবহেলার ফল বলে মন্তব্য করেছেন এবং সতর্কতা গ্রহণের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঘটনার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup