টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামে মালয়েশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী নিলা আক্তার (২৮) চার মাস বয়সী সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার বিষয়ে প্রবাসীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।
পরিবারসূত্রে জানা গেছে, আবু সাঈদের প্রথম স্ত্রী দুই বছর আগে ক্যান্সারে মারা যান। পরে তিনি প্রায় এক বছর আগে নিলা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর স্বামী বিদেশে থাকায় নিলা স্থানীয় একটি ভাড়া বাসায় পৃথকভাবে বসবাস করতেন।
সম্প্রতি নিলা আক্তার তার চার মাস বয়সী শিশুকে নিলার মা মাজেদার কাছে রেখে স্থানীয় যুবক রাসেলের সঙ্গে বাড়ি থেকে গোপনে চলে যান। নিলার মা জানিয়েছেন, মেয়ের আচরণে তারা বিস্মিত এবং শিশুটির যত্ন বর্তমানে তারা নিচ্ছেন।
আরও
ঘটনার পর প্রবাসী আবু সাঈদের পরিবার বিষয়টি থানায় জানায়। পরিবারটি দাবি করেছে, নিলা আক্তার দীর্ঘদিন ধরে রাসেলের সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। এ বিষয়ে বাড়ির লোকজন কিছুই জানতেন না।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। আইনগত প্রক্রিয়ায় নিলা এবং তার সঙ্গে পালিয়ে যাওয়া যুবককে আটক করার চেষ্টা করা হচ্ছে।”








