সর্বশেষ

বিমানের টিকেট কেটেও বাড়ি ফেরা হলো না প্রবাসী কাসেমের

ChatGPT Image Nov 26, 2025, 12 42 19 PM

কুয়েতে কর্মরত চট্টগ্রামের মিরসরাইয়ের প্রবাসী কাসেম দেশে ফেরা ও পরিবারের সঙ্গে ঈদ করার স্বপ্ন নিয়েই জীবনের শেষ প্রস্তুতি নিচ্ছিলেন। বিমান টিকিট কাটা থেকে শুরু করে প্রিয়জনদের জন্য প্রয়োজনীয় সব কেনাকাটাও আগেই সেরে রেখেছিলেন তিনি। কিন্তু সেই প্রতীক্ষার দিন আর দেখা হলো না—ঈদের আগে হঠাৎই মৃত্যুবরণ করলেন কাসেম।

রোববার (২৩ নভেম্বর) কুয়েতের জাহারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরয়া গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় একটি বাড়ির দেখাশোনার কাজ করতেন।

কুয়েত মীরসরাই সমিতির সভাপতি মোহাম্মাদ কামাল হোসেন জানান, ডিসেম্বরের শুরুতেই দেশে ফিরতে চেয়েছিলেন কাসেম। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য আগাম টিকিট কেটে আনন্দে দিন গুনছিলেন তিনি। কিন্তু হঠাৎ স্ট্রোকে তার মৃত্যু পুরো পরিবার ও প্রবাসী সমাজকে শোকে ডুবিয়েছে।

তিনি আরও জানান, কাসেম অত্যন্ত শান্ত ও ভালো মনের মানুষ ছিলেন। পরিবারের প্রতি দায়িত্ববোধও ছিল প্রবল। সব প্রস্তুতি শেষ হলেও ভাগ্যের নিষ্ঠুরতা তাকে আর দেশে ফেরার সুযোগ দিল না।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (২৫ নভেম্বর) তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে মরদেহ দেশে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup