সর্বশেষ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিলো ভারত

India visa

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত পুনরায় ব্যবসায়িক ভিসা ইস্যু কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি জরুরি বিভাগে ভিসা আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন আয়োজিত “ফার্মা কানেক্ট” শীর্ষক নেটওয়ার্কিং ও জ্ঞান-বিনিময় অনুষ্ঠানে তিনি এ তথ্য দেন।

অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তা ও প্রতিনিধিরা অংশ নেন। তারা দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা প্রক্রিয়ায় যে জটিলতা ও বিলম্বের সম্মুখীন হচ্ছেন, তা দ্রুত নিরসনের আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের মধ্যে সড়কপথে বাণিজ্য ও পণ্য পরিবহনের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করার দাবি ওঠে।

ভারতের বিশ্ববিখ্যাত ফার্মাসিউটিক্যাল প্রদর্শনী সিপিএইচআই–পিএমইসি ইন্ডিয়া ২০২৫–এ বাংলাদেশের অংশগ্রহণ সামনে রেখে এ আয়োজন করা হয়। আগামী ২৫–২৭ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে প্রদর্শনীটি। হাইকমিশনার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কর্মীস্বল্পতার কারণে কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকলেও এখন সীমিত কর্মী নিয়েও প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু করা হচ্ছে।

তিনি বলেন, “ব্যবসায়িক ভিসা এখন পুনরায় ইস্যু করা হচ্ছে। জরুরি ভিসা আবেদনগুলো দ্রুত প্রক্রিয়া করার জন্য আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।” ব্যবসায়িক ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য আবেদনকারীরা হাইকমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ইনসেপ্টা ফার্মার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, ফার্মা কানেক্ট দুই দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর, গবেষণা সহযোগিতা এবং সাপ্লাই চেইন শক্তিশালী করার নতুন সুযোগ তৈরি করবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কাঁচামাল শিল্প বিকাশমান হলেও ভারতে এ খাত আরও অগ্রসর; ফলে স্থলসীমান্ত ব্যবহার করে ভারত থেকে কাঁচামাল আমদানি করলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. জাকির হোসেন জানান, ভিসা জটিলতার কারণে এ বছর সিপিএইচআই–পিএমইসি প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীর সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। সাধারণত কয়েকশ প্রতিনিধির পরিবর্তে এবার মাত্র ৮৩ জন আবেদন করেছেন। তিনি ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়ে আবেদনকারীদের বিশেষ বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup