আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৯ নভেম্বর) দলটির আমির ড. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। মনোনয়ন ঘোষণার পরই রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
তবে মনোনয়ন পাওয়ার পরও নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন ড. আজহারী। জামায়াতের শীর্ষ নেতৃত্বের বরাতে জানা গেছে, ব্যক্তিগত কারণ ও ইসলামী দাওয়াতি কাজে আরও বেশি মনোযোগ দিতে চান তিনি। সেই কারণে আপাতত সক্রিয় রাজনীতিতে সরাসরি যুক্ত হতে নারাজ এই জনপ্রিয় বক্তা।
ড. আজহারীর সিদ্ধান্তে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্লেষকদের মতে, তরুণদের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকায় নির্বাচনে অংশ নিলে ঢাকা–৫ আসনে জামায়াত শক্ত অবস্থান তৈরি করতে পারত।
আরও
আজহারী নির্বাচনে না যাওয়ায় জামায়াত এখন আসনটিতে নতুন প্রার্থী নির্ধারণে পুনর্বিবেচনা শুরু করেছে। যদিও বর্তমানে কামাল হোসেন নামে একজন নেতা এই আসনে দলীয় প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন।
জামায়াতের নীতিনির্ধারকরা জানান, গুরুত্বপূর্ণ এই আসনে শক্তিশালী প্রার্থী নিশ্চিত করতে দ্রুত নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।










