রাজবাড়ীর পাংশা উপজেলায় স্ত্রীকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করায় এক প্রবাসী যুবককে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জুয়েল রানা নামে ওই যুবক নিজেই ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা দ্রুতই ভাইরাল হয়ে স্থানীয়দের মাঝে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার (১৬ নভেম্বর) উপজেলার মাছপাড়া ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল রানা একই গ্রামের সোলেমান শেখের ছেলে। প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি গাড়াল গ্রামের বাবর আলীর মেয়ে চৈতি খাতুনকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। বিয়ের পর জীবিকার তাগিদে জুয়েল সিঙ্গাপুরে পাড়ি জমান। বিদেশে অবস্থানকালে স্ত্রী চৈতির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ওঠে, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে একাধিকবার কলহের ঘটনাও ঘটে।
গত ১২ নভেম্বর দেশে ফেরার পর চার দিনের মাথায়, ১৬ নভেম্বর তিনি স্ত্রীকে তালাক দেন। এরপর এক মণ দুধ কিনে ‘পবিত্রতার প্রতীকী গোসল’ করার সিদ্ধান্ত নেন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে নিজের ফেসবুক আইডিতে আপলোড করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, জীবনের একটি কালো অধ্যায় শেষ হলো।”
আরও
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এ ধরনের প্রকাশ্য আচরণকে অস্বাভাবিক ও প্রদর্শনবাদী বলে সমালোচনা করছেন। কেউ কেউ এটিকে ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাকে অধিকাংশ স্থানীয় বাসিন্দা অনুচিত বলে মনে করছেন।
এ ব্যাপারে জুয়েল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। স্থানীয়দের মতে, একটি পারিবারিক সিদ্ধান্তকে এভাবে জনসমক্ষে তুলে ধরা সমাজে বিভ্রান্তি ও অস্বস্তির সৃষ্টি করতে পারে, তাই আচরণের উপযুক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।








