সর্বশেষ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো হাইক‌মিশন

Visa

কোনো ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) কখনোই শতভাগ গ্যারান্টিযুক্ত নয়—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। রোববার (১৬ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, ভিসা নিশ্চিত করে দেওয়ার নামে যেসব ব্যক্তি বা চক্র ফোন, ই-মেইল বা টেক্সট বার্তার মাধ্যমে যোগাযোগ করে, তাদের প্রতি নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যুক্তরাজ্যের ভিসা ‘নিশ্চিত করে দিতে পারবে’—এমন দাবি সবসময়ই প্রতারণামূলক। কারণ ভিসা আবেদন পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ সম্পূর্ণভাবে যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। কোনো ব্যক্তি, দালাল কিংবা প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় প্রভাব বিস্তার বা ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা রাখে না।

ব্রিটিশ হাইকমিশন উল্লেখ করে, ভিসা সংক্রান্ত সব ধরনের তথ্য, শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন প্রক্রিয়ার নির্দেশনা যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে। তাই আবেদনকারীদের এসব অফিসিয়াল সূত্র থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

হাইকমিশন জানায়, প্রতারণার মাধ্যমে ভিসা দেওয়ার আশ্বাসে কেউ প্রতারিত হলে শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং জালিয়াতির ক্ষেত্রে আইনি ঝুঁকিও তৈরি হতে পারে। এ ধরনের প্রতারণা চক্রগুলো সাধারণত ব্যক্তিগত তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

যুক্তরাজ্যগামী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভিসা প্রতারণা প্রতিরোধে সচেতনতা বাড়াতে এ ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup