সর্বশেষ

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন আগামীকাল

Expatriate voter registration app to be launched tomorrow

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো মোবাইলভিত্তিক ভোটার নিবন্ধন অ্যাপ চালু করতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

ইসি কমিশনার বলেন, “১৮ নভেম্বর সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। এবারই আমরা প্রবাসীদের ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করছি।” তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীদের মধ্যে প্রচার চালালে এ উদ্যোগ আরও সফল হবে।

প্রবাসীদের ভোটার অন্তর্ভুক্তি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও এবারই প্রথম নির্বাচন কমিশন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসী নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নিচ্ছে। কমিশনের প্রত্যাশা, অ্যাপের মাধ্যমে বিদেশে থাকা নাগরিকরা স্বল্প সময়ে নিরাপদ ও যাচাইকৃত পদ্ধতিতে ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন।

তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টার মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপটি উন্মুক্ত করবেন। অ্যাপটি পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশে থাকা নাগরিকদের ভোট প্রদান পদ্ধতি সহজ করবে।

এর আগে গত ৯ নভেম্বর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি তৈরি করা হয়েছে এবং নির্ধারিত তারিখেই তা উদ্বোধন করা হবে। কমিশন আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে দেশে ও বিদেশে অবস্থানরত সব নাগরিকের ভোটাধিকার প্রয়োগ আরও সহজ ও কার্যকর হবে।

আরও দেখুন”

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup