সর্বশেষ

বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট ও বিউটি ক্রিম জব্দ

Fhhgjk

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আগত এক যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলো। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েচট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেছে ৩২৬ কার্টুন সিগারেট এবং ৪৮ পিস নিষিদ্ধ ক্রিম।

C51a46c1 da6d 41ba 848c 9aae194cf81d

 

রোববার সন্ধ্যায় কাস্টমস, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস ৩৪৪–এ করে রাত ৮টা ২০ মিনিটে দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছান যাত্রী মো. রাকিবুল ইসলাম। তার ব্যাগেজ তল্লাশির সময় এসব পণ্য পাওয়া যায়।

D4ee7f22 f94b 467d 91e1 20952657387e

কাস্টমস বিভাগ জানায়, সিগারেট জব্দের ফলে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১১ লাখ ৪১ হাজার টাকা। উদ্ধারকৃত সিগারেট ও নিষিদ্ধ ক্রিম ডিউটি মনিটরিং (ডিএম) মূল্যে জব্দ করা হয়েছে এবং এগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হবে।

প্রথমবারের মতো এ ধরনের অপরাধে অভিযুক্ত হওয়ায় যাত্রী রাকিবুল ইসলামকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে একই অপরাধ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

9c02db06 dcf8 4cc0 8893 9f3def3d148d

বিমানবন্দর প্রশাসন জানিয়েছে, যাত্রী নিরাপত্তা ও রাজস্ব সুরক্ষার স্বার্থে অনিয়ম ও চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরো দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup