সর্বশেষ

সিঙ্গাপুরে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

Goalanda expatriate dies after falling from multi storey building roof in Singapore

সিঙ্গাপুরে কর্মস্থলে দুর্ঘটনায় রিয়াজুল ইসলাম কদম (৫০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়ার মৃত ইউসুফ আলী শেখের ছেলে। কদম স্থানীয় একটি নির্মাণ কোম্পানিতে এলটিএ প্রকল্পের অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেভান স্টেশন অ্যান্ড কন্সট্রাকশন কোম্পানির একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সহকর্মীরা স্থানীয় কর্তৃপক্ষকে জানায় এবং পরে বিষয়টি দেশে জানানো হয়।

নিহতের পরিবারে স্ত্রী রমিছা খাতুন রিনা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়ুয়া একমাত্র কন্যা হৃধী ইসলাম রয়েছেন। হঠাৎ এ মৃত্যুতে পরিবারটি গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। শুক্রবার সকালে বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

পরিবার জানায়, মাত্র চল্লিশ দিন আগে কদমের মেঝো ভাই হারুন শেখ মারা যান। তার রুহের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। প্রবাসী কদমের মৃত্যুর খবর ঘরে পৌঁছানোর পর সেই আয়োজন বাতিল করা হয়। শোকের ছায়ায় ডুবে যায় পুরো পরিবার।

নিহতের বড় ভাই মান্নান শেখ দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে আনার জন্য সরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন। এদিকে সিঙ্গাপুরে প্রবাসী ও গোয়ালন্দ প্রবাসী ফোরামের অ্যাডমিন জাহাঙ্গীর হোসেন মোল্লা জানান, বাংলাদেশ দূতাবাস ও কোম্পানির সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্নের চেষ্টা চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup