চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের বগাদী গ্রামের প্রবাসী মফিবুল বিশ্বাস মায়ের আজীবনের একটি শখ পূরণ করে এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মায়ের ইচ্ছে ছিল একদিন হেলিকপ্টারে চড়বেন—আর সেই স্বপ্ন বাস্তবায়নে বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নিজ গ্রাম থেকেই মাকে নিয়ে হেলিকপ্টারে করে ইউরোপ সফরের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
বগাদী গ্রামের মাঠ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করার মুহূর্তে চারপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। গ্রামজুড়ে ছিল আনন্দ ও গর্বের আমেজ। স্থানীয়রা জানায়, ইউরোপ প্রবাসী মফিবুল প্রয়াত ওয়ালিদ বিশ্বাসের ছেলে। বাবার মৃত্যুর পর থেকেই মা মদিনা খাতুনই তার জীবনের প্রেরণা ও সবচেয়ে বড় আশ্রয়। মায়ের সেই দীর্ঘদিনের ইচ্ছে পূরণেই তিনি এই ব্যতিক্রম আয়োজন করেন।

আরও
হেলিকপ্টারে ওঠার আগে উচ্ছ্বাসিত মা মদিনা খাতুন বলেন, “ছেলে আমার শখ পূরণ করেছে। কখনো ভাবিনি গ্রাম থেকে হেলিকপ্টারে করে ঢাকায় যাবো, তারপর ইউরোপ ঘুরব। আজ সেই স্বপ্ন সত্যি হলো।”
মফিবুল বিশ্বাস বলেন, “আমার মা সারাজীবন কষ্ট করে আমাকে বড় করেছেন। এখন আমার সামর্থ্য হয়েছে, তাই তাঁর প্রতিটি ইচ্ছা পূরণ করা আমার দায়িত্ব। ইউরোপে তাঁকে নিয়ে যাওয়া শুধু ভ্রমণ নয়, মায়ের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।
হেলিকপ্টারটি উড্ডয়ন ও অবতরণের দৃশ্য দেখতে শত শত গ্রামবাসী মাঠে ভিড় করেন। স্থানীয়রা বলেন, মফিবুল বিশ্বাসের এই উদ্যোগ শুধু তাঁর মায়ের স্বপ্নপূরণ নয়, বরং পুরো এলাকার মানুষের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।









