ইউরোপ ও আমেরিকায় পাঠানোর নাম করে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক রোকনুজ্জামান রিপনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী। বৃহস্পতিবার রংপুরের তারাগঞ্জ উপজেলার হাইস্কুল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি (১৬৪ ধারা) দেন।
পিবিআই নোয়াখালী কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার রিপন রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা জদ্দিপাড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে বেগমগঞ্জের ওমানপ্রবাসী আমির হোসেনের স্ত্রী রেশমি আক্তার (২৬) ৫ নভেম্বর বেগমগঞ্জ মডেল থানায় প্রতারণার মামলা করেন।
তদন্ত সূত্রে জানা যায়, রিপন ফেসবুকে বিভিন্ন বয়সী নারী-পুরুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। পরে বিদেশে ভিসা বা চাকরির সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। টাকা পাওয়ার পর যোগাযোগ বন্ধ করে দিতেন। ওমানপ্রবাসী আমির হোসেনের কাছ থেকে তিনি একই কৌশলে ব্যাংক ও নগদ মিলিয়ে ৭ লাখ ৬৫ হাজার টাকা হাতিয়ে নেন।
আরও
পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই কামাল আব্বাস জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় রিপনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে তিনি দোষ স্বীকার করেন এবং প্রতারণা চক্রের আরও তিন সদস্যের নাম প্রকাশ করেন। তদন্তে চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের প্রমাণও পাওয়া গেছে।
পিবিআই নোয়াখালীর পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, “আসামি ও তার সহযোগীরা ইউরোপ ও আমেরিকায় পাঠানোর প্রলোভন দেখিয়ে বহু মানুষকে প্রতারণা করেছেন। তাদের কাছ থেকে কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়া হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”









