সর্বশেষ

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পেলেন বাংলাদেশি মাসুমা খান

Bangladeshi masuma khan released from us prison

এক মাস যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষের ডিটেনশন সেন্টারে আটক থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী মাসুমা খান। ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারকের নির্দেশে বুধবার (৫ নভেম্বর) রাতে ৬৪ বছর বয়সী এই নারীকে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়।

মাসুমা খান মুক্তি পাওয়ার পর ক্যালিফোর্নিয়ায় অবস্থানরত তার পরিবারে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘ ২৮ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত এই নারীর মুক্তির খবর স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যেও স্বস্তি ও আনন্দের সৃষ্টি করেছে।

বিচারক রায়ে মাসুমা খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার পাশাপাশি দেশ থেকে বিতাড়নের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। ফলে অভিবাসন সংক্রান্ত মামলা চলাকালে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা যাবে না বলে আদালতের নির্দেশে বলা হয়েছে।

আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, মাসুমা খানের বিরুদ্ধে চলমান অভিবাসন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দেশে ফেরার ঝুঁকিতে নেই। আদালতের এই রায় মানবিক ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত হিসেবে দেখছেন অভিবাসন অধিকারকর্মীরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup