সর্বশেষ

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা, ফ্লাইট বিলম্বিত

London bound plane hits boarding bridge at airport, flight delayed

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি উড়োজাহাজের। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমানের, তবে দুর্ঘটনার কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা দ্রুত উড়োজাহাজটির প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা শুরু করেন।

প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, ইঞ্জিন ও কাঠামোগত অংশে ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, “ইঞ্জিন বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগার পরই উড্ডয়ন স্থগিত করা হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও জানান, যাত্রীদের যাতে গন্তব্যে পৌঁছাতে অসুবিধা না হয়, সেজন্য বিকল্প বিমানে লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর আড়াইটার দিকে ওই ফ্লাইটের যাত্রীরা অন্য বিমানে লন্ডনের উদ্দেশে রওনা হন।

এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যৌথভাবে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানের নড়াচড়া নিয়ন্ত্রণে সামান্য ত্রুটি থেকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রী বা ক্রুদের কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup