সর্বশেষ

প্রবাসী শ্রমিকদের জন্য সুখবর দিলো সরকার

Probashi passport

প্রবাসী শ্রমিকদের কল্যাণে পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসী শ্রমিকরা প্রকৃত অর্থে রেমিট্যান্স যোদ্ধা। তাদের সেবা সহজ ও স্বল্পব্যয়ী করতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) দ্রুত চালুর বিষয়ে কাজ চলছে। এতে যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে। পাশাপাশি বিমানবন্দরে যাত্রীদের অযথা হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইমিগ্রেশনে সময় কমিয়ে এনে যাত্রীসেবায় গতিশীলতা আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য হলো বিমানবন্দর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা।

বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা বা ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবেন এবং তদন্তে সহায়তা করবেন বলে জানান তিনি।

https://www.youtube.com/watch?v=5bIDgFOlZP0
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup