গাজীপুরের শ্রীপুরে মাদরাসার এক শিক্ষক কর্তৃক ১২ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এলাকাবাসীর গণধোলাইয়ের পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর পিতা শনিবার শ্রীপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় অবস্থিত দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদরাসায়। অভিযুক্ত শিক্ষক মহসিন (৩৫) নেত্রকোনার আটপাড়া উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষকতা করতেন।
আরও
শিক্ষার্থীর পরিবার জানায়, শুক্রবার কোনো এক সময়ে শিক্ষক মহসিন মাদরাসার ভেতরে শিশুটিকে ধর্ষণ করেন। পরে বিকেলে শিশুটি দাদার সঙ্গে বাড়িতে ফিরে এসে ঘটনাটি জানায়। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা মাদরাসায় গিয়ে শিক্ষককে গণধোলাই দিয়ে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্সে নিয়ে যায়।


এসময় ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা রাত ৯টার দিকে পুলিশ বক্স ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।









