চলতি অর্থবছরের (২০২৫-২০২৬) শুরু থেকেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে। অক্টোবর মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা বাংলাদেশে প্রায় ২১ হাজার ৭০৭ কোটি ১০ লাখ টাকা পাঠিয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
মুখপাত্র জানান, গত বছরের (২০২৪) একই সময়ের তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহে কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত বছর অক্টোবরের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল প্রায় ২০ হাজার ২৫৫ কোটি ৯০ লাখ টাকা।
আরও
তিনি আরও বলেন, মঙ্গলবার (২১ অক্টোবর) একদিনেই দেশে এসেছে প্রায় ৮৫৩ কোটি ৬৫ লাখ টাকা (৭ কোটি ডলার)।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। দেশের অর্থনীতিতে এই রেমিট্যান্স প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।









