সর্বশেষ

মসজিদে কোরআন শিক্ষা চলাকালে যুবদল নেতার বাধা

Noakhali 20251019115041

ইসলামী ছাত্রশিবির আয়োজিত কোরআন শিক্ষা ক্লাসে হামলা ও শিক্ষার্থীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে।

মসজিদের সাধারণ সম্পাদক মো. ইসমাইল জানান, নেওয়াজপুর ইউনিয়ন যুবদল সভাপতি মো. ফারুক ক্লাস চলাকালে মসজিদে ঢুকে চিৎকার-চেঁচামেচি করেন। তিনি বাধা দিলে ফারুক তাকে আঘাত ও ধাক্কা দেন। ইসমাইলের অভিযোগ, ফারুক সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের অবরুদ্ধ করে তাদের বের করে দেন। এ ঘটনার ১ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত ফারুক অবশ্য কোরআন ক্লাসে হামলার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, মাগরিবের নামাজের পর ৫-৬ বছরের শিশুদের মাঝে শিবিরের ফরম পূরণে তিনি কেবল বাধা দিয়েছেন, যেহেতু তাদের রাজনীতি বোঝার বয়স হয়নি।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান আরমান এই ঘটনাকে ‘জায়ানবাদী ও ধর্মনিরপেক্ষ চক্রের’ ইসলামকে মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা বলে নিন্দা জানিয়েছেন। সুধরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup