সর্বশেষ

স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রবাসী গ্রেফতার!

Youth arrested on rape charges

রাজশাহীর চারঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে সাবেক স্ত্রীর ওপর জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মোঃ সুমন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। মামলার পর র‌্যাব-৫, রাজশাহী অভিযান চালিয়ে সোমবার (১৩ অক্টোবর) নাটোরের সদর থানাধীন ফুলবাগান সড়ক এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেফতার সুমন চারঘাট উপজেলার ফরিদপুর গ্রামের মোঃ এমদাদুলের ছেলে। র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্প মঙ্গলবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃতের তথ্য নিশ্চিত করে। র‌্যাব জানায়, ছয় বছর আগে ভুক্তভোগী তরুণীর সঙ্গে সুমনের পারিবারিকভাবে বিবাহ হয়। দাম্পত্য জীবন টেকসই না হওয়ায় দুই বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর সুমন বিদেশে থাকলেও সাবেক স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন।

ভুক্তভোগী অভিযোগ করেছেন, প্রায় এক মাস আগে দেশে ফিরে সুমন তাকে পুনরায় বিয়ে করার প্রলোভন দেখিয়ে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারঘাট থানার আরজি সাদিপুর এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী চারঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর থেকে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী পাশাপাশি র‌্যাব-৫ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নাটোর থেকে সুমনকে গ্রেফতার করা হয়। অভিযানে র‌্যাব-৫ এর সিপিএসসি, রাজশাহী এবং সিপিসি-২, নাটোর ক্যাম্পের যৌথ দল অংশগ্রহণ করে।

গ্রেফতারের পর সুমনকে জিজ্ঞাসাবাদ শেষে চারঘাট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup