সর্বশেষ

স্বামীর বিষপানের খবর শুনে নিজেকে শেষ করে দিলেন স্ত্রী

দুর্গাপুর থানা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় স্বামীর বিষপানের খবর শুনে এক তরুণী আত্মহত্যা করেছেন। সোমবার উপজেলার বসনকোণা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহতের নাম বকুল আক্তার (১৯)। তার বাবা মো. চাঁন মিয়া (৬২) থানায় এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। এক বছর আগে বকুলের বিয়ে হয় একই গ্রামের হাসান উল্লাহর সঙ্গে। সোমবার বিকেলে হাসান উল্লাহর বাবা-মায়ের সঙ্গে পারিবারিক এক তর্কের একপর্যায়ে তিনি রাগের বশে ঘরে থাকা কীটনাশক পান করেন। তাৎক্ষণিকভাবে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বামীর এই ঘটনার খবর পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন বকুল আক্তার। বিকেল আনুমানিক ৫টার দিকে সবার অগোচরে তিনি নিজের ঘরে ওড়না দিয়ে বাঁশের আড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত থানায় খবর দেন।

খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বকুল আক্তারের মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়।

ওসি মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup