সর্বশেষ

দেশে ফিরে মসজিদের ভিতরে আত্মহত্যা করলেন ওমান প্রবাসী!

A8f90fff 8344 4101 a3b0 959222980af0

কুমিল্লার দেবিদ্বারে মসজিদের মিনারের সিঁড়িঘর থেকে বশির (৩০) নামে এক ওমান প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে উপজেলার সুবিল ইউনিয়নের নারায়নপুর মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহ জানান, মসজিদের মাইক ঠিক করার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় তিনি চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় বশিরের মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি স্থানীয়দের ও নিহতের পরিবারকে জানান।

D1befabacc5b9581540f153f62e9a0f8 68ebb7ab590e6

নিহত বশির উপজেলার নারায়নপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি দীর্ঘদিন ওমানে প্রবাসী ছিলেন এবং তিনি সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন। তার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন অসুস্থ মা রোকেয়া বেগম (৭০), স্ত্রী মিতু বেগম (২০) এবং আড়াই বছরের এক পুত্র সন্তান ওবায়দুল্লাহ।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার কিছুক্ষণ আগে বশিরকে মসজিদের সামনে ঘোরাফেরা করতে দেখা গেছে। পরে ইমাম মসজিদের মাইক পরীক্ষা করতে গিয়ে তার লাশ দেখতে পান।

Body of expatriate found hanging from stairs in mosque

খবর পেয়ে দেবিদ্বার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দেবিদ্বার-বি-পাড়ার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সমস্যার কারণেই বশির আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup