বরিশালের গৌরনদীতে এক কলেজছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে র্যাব-৮ ইতালি প্রবাসী এক যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করা হয় মাসুদ সরদার ওরফে কিং মাসুদকে (৩৫)। পরে তাকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাসুদ সরদার বিএনপির খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মোসলেম সরদারের ছেলে।
র্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মাসুদকে। গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, ৭ অক্টোবর গৌরনদীর পূর্বসমরসিংহ গ্রামের বাসিন্দা এবং মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রকে ডেকে নিয়ে কিং মাসুদ যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় ৮ অক্টোবর ছাত্রের বাবা থানায় মামলা করেন।
মামলার পর অপর আসামি নিলয় আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতেই র্যাব মাসুদকে পুলিশের কাছে হস্তান্তর করে। দুইজন আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও
মামলার বিবরণ অনুযায়ী, ৭ অক্টোবর সন্ধ্যায় কলেজছাত্রকে প্রথমে সহপাঠী ইমন সরদারের মাধ্যমে সমরসিংহ বাজারে নিয়ে আসা হয়। এরপর ইমন তাকে ভ্যানে ইল্লা বাসস্ট্যান্ডে পৌঁছে দেয়। সেখান থেকে মাসুদ ও ইমন ভুক্তভোগীকে অপর আসামি নিলয় আহমেদের ঘরে নিয়ে যান। ঘরে পৌঁছানোর পর ইমন ও নিলয় বাইরে চলে যাওয়ার সুযোগে মাসুদ কলেজছাত্রকে ভয়ভীতি প্রদর্শন করে বিবস্ত্র করে যৌন নিপীড়ন করেন।
পরে মাসুদ বিভিন্ন ধরনের হুমকি ও প্রাণনাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে বাড়ি পাঠান। বাড়ি ফেরার পর কলেজছাত্র অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের কাছে জানান। মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যার মধ্যে দুইজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে।








