সর্বশেষ

ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন যাত্রী

Passenger punches and breaks plane monitor

সিলেট-লন্ডন রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী ঘুষি মারার কারণে বিমানের একটি মনিটর ভেঙে যায়। মনিটরের মূল্য প্রায় ১১ লাখ টাকা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) লন্ডন থেকে ছেড়ে আসা বিজি-২০১ ফ্লাইটটি সকালেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ অভিযুক্ত যাত্রী মো. শওকত আলীকে আটক করে। বর্তমানে তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলনের হেফাজতে রয়েছেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশনের ডিউটি অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় ওই যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup