সর্বশেষ

প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

Two arrested in expatriate home burglary

নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের লাবন মিয়া ও রানা মিয়া। তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, কিছু প্রসাধনী ও জামাকাপড়সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ইসলামপাড়ার প্রবাস ফেরত যুবক সুলাইমানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগী থানায় বিষয়টি জানালে পুলিশ তদন্ত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে আটক করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের দেখানো স্থান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup