সর্বশেষ

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

Bangladesh bahrain meetin call to open labor market

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বাহরাইনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেছেন। বৈঠকে তিনি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেন এবং বাহরাইনে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় খোলার জন্য বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা জারি করার আহ্বান জানান।

সোমবার বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ বিন আব্দুল্লাহ আল খলিফা, শ্রম ও আইনমন্ত্রী ইউসুফ বিন আল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্মমন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দা।

আসিফ নজরুল বাংলাদেশ থেকে বিভিন্ন দক্ষ জনশক্তি যেমন চিকিৎসক, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি বিশেষজ্ঞ ও মেডিক্যাল টেকনিশিয়ান নিয়োগের প্রস্তাব দেন। এছাড়া বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসা চালুর অনুরোধও করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনা করা হয়। বাহরাইনের কর্মকর্তারা তার সফরের জন্য ধন্যবাদ জানান এবং বৈঠকে উত্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বাহরাইনের সংশ্লিষ্ট মন্ত্রকগুলোর আন্ডার সেক্রেটারি এবং বাংলাদেশি রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup