ফেনীর সোনাগাজীতে পরকীয়ার ঘটনায় এক প্রবাস ফেরত স্বামীর অদ্ভুত আচরণে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর নিজেকে ‘শুদ্ধ’ করতে আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন মো. শাহাজাহান (৪৫) নামের ওই ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে শাহাজাহানের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তাকে স্ত্রীর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাজাহান দীর্ঘ ১৫ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। প্রায় এক যুগ আগে বিয়ে করে তিন সন্তানসহ সুখে সংসার করছিলেন তিনি। কিন্তু সম্প্রতি তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। শাহাজাহানের দাবি, স্ত্রী যাওয়ার সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৭ লাখ টাকার সম্পদ নিয়ে গেছেন।
আরও
নিজের এই অস্বাভাবিক আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে শাহাজাহান বলেন, “আমি নিজের মানসিক ও আত্মিক শুদ্ধতার জন্য দুধ দিয়ে গোসল করেছি।”
স্থানীয়রা জানান, স্ত্রীর চলে যাওয়ার খবরে দেশে ফিরে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেছিলেন তিনি। ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত দুধ দিয়ে গোসল করে ‘নতুনভাবে জীবন শুরু’র ঘোষণা দেন এই প্রবাসী।









