সর্বশেষ

‘নবী শব্দের অর্থ সংবাদবাহক তাই রাসুলুল্লাহ (সা.) সাংবাদিক ছিলেন’

Image 230052 1759919933

জনপ্রিয় ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, “আমাদের নেতা মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)। আল্লাহ তাঁকে ‘নবী’ নামে পাঠিয়েছেন, যার অর্থ সংবাদবাহক। সেই অর্থে নবীজি (সা.)-ও ছিলেন সাংবাদিক।”

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ আয়োজন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা।

মুফতি আমির হামজা বলেন, কোরআনে আল্লাহ নবীকে বলেছেন, “হে নবী, সেই মহান সংবাদ মানুষের কাছে পৌঁছে দাও, যার কারণে তুমি কষ্ট পাও।” এই উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেন, সংবাদ সংগ্রহ ও সত্য তথ্য প্রকাশ করা যেমন কঠিন, তেমনি তা এক মহৎ দায়িত্ব। নবীজির পর থেকে কিয়ামত পর্যন্ত যারা সততার সঙ্গে এই দায়িত্ব পালন করবেন, আল্লাহ তাদের পুরস্কার দেবেন।

তিনি আরও বলেন, আল্লাহ নবীজিকে পৃথিবীর সমস্ত সংবাদ একত্রিত করার দায়িত্ব দিয়েছিলেন, তাই সাংবাদিকতা মহান একটি পেশা। এই পেশায় যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেন, আল্লাহ তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন। এতে কুষ্টিয়ার চারটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় জেলা সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের নেতারাও বক্তব্য রাখেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup