সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুটপাত থেকে এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (৬ অক্টোবর) রাত ২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বাবা-মাকে এখনও শনাক্ত করা যায়নি।
উদ্ধারের পর থেকেই নবজাতকটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ফুটপাতে জন্ম নেওয়া এই কন্যাশিশু এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমানে শিশুটিকে প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তাকে দত্তক দেওয়ার প্রস্তুতিও চলছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। দত্তক নিতে আগ্রহীরা আবেদন করতে পারবেন, যা যাচাই-বাছাই শেষে উপযুক্ত পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করা হবে। যদি স্থানীয়ভাবে উপযুক্ত পরিবার না পাওয়া যায়, তবে শিশুটিকে রাজশাহীর বেবি হোমে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
আরও
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং একটি সভার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি শিশুটিকে দত্তক নিতে চান, তবে লিখিতভাবে আবেদন করতে হবে। সেই আবেদন শিশু কল্যাণ বোর্ড যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।










