চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৮ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার, যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রেমিট্যান্সের এই প্রবাহে সবচেয়ে বড় অংশ এসেছে সৌদি আরব থেকে, এরপর রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া।
প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসে সৌদি আরব থেকে এসেছে সর্বাধিক ৪০ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখান থেকে এসেছে ৩৬ কোটি ৬৫ লাখ ডলার। তৃতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত, দেশটি থেকে এসেছে ৩৩ কোটি ৪০ লাখ ডলার। এছাড়া মালয়েশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও কাতার থেকেও উল্লেখযোগ্য পরিমাণে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
ভৌগোলিকভাবে দেখা যায়, সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগে, যার পরিমাণ ১৪৪ কোটি ৩৫ লাখ ডলার। চট্টগ্রাম বিভাগে এসেছে ৭২ কোটি ১৫ লাখ ডলার, আর সিলেট বিভাগে এসেছে ২১ কোটি ৮৫ লাখ ডলার। অন্যান্য বিভাগগুলোর মধ্যে খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ ও রংপুরেও তুলনামূলক স্থিতিশীল রেমিট্যান্স প্রবাহ দেখা গেছে।
আরও
প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৫ কোটি ৮২ লাখ ডলার, আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বাধিক ১৯৫ কোটি ৪৬ লাখ ডলার রেমিট্যান্স। বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমেও এসেছে ৬২ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। ২০২৪-২৫ অর্থবছর জুড়ে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড। বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়তে থাকলে তা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।









