সর্বশেষ

মাদরাসার ৪ তলা থেকে পালাতে গিয়ে আটকে গেল শিক্ষার্থী, এরপর যা ঘটল

Student gets stuck while trying to escape from 4th floor of madrasa, what happened next

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায় একটি মাদরাসার ভবনের এসির আউটডোরে আটকা পড়া এক শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (৫ অক্টোবর) সকালে আল ইহসান মাদরাসার পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টোরাগড় এলাকায় তালুকদার বাড়ির সামনে অবস্থিত ওই ভবনের তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত মাদরাসাটি পরিচালিত হয়। সকালে ভবনের চতুর্থ তলার এসির আউটডোরে ১০ বছর বয়সী ছাত্র রায়হানকে দাঁড়িয়ে থাকতে দেখে পথচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নিরাপদে নামিয়ে আনেন। পরে তাকে তার মা ও মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

রায়হানের মা মাহমুদা বেগম জানান, মাত্র দুই দিন আগে তিনি ছেলেকে মাদরাসার হিফজ্ বিভাগে ভর্তি করিয়েছেন। এমন ঘটনায় তিনি হতবাক হলেও সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন বলেন, রায়হান পালানোর চেষ্টা করতে গিয়ে অসাবধানতাবশত এসির আউটডোরে আটকে যায়। সময়মতো উদ্ধার অভিযান পরিচালনা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে জানান তিনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শিশুটি কীভাবে সেখানে উঠেছিল তা স্পষ্ট নয়, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup