সর্বশেষ

ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মালয়েশিয়া প্রবাসী আহত

Malaysian expatriate injured in robbery with sharp weapon

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন মালয়েশিয়া প্রবাসী মো. রাসেল (৪৫)। বুধবার (১ অক্টোবর) রাতে রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী এলাকার সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর ছেলে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাসেলকে কয়েকজন যুবক ঘিরে ধরে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করে। জানা যায়, আক্রমণকারীদের মধ্যে উসমান মোল্লার ছেলে আকাশ মোল্লা (৩০) ও হাকিম মিয়ার ছেলে সিয়াম (২৩) ছিলেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এলাকাবাসীর অভিযোগ, আকাশ মোল্লা দীর্ঘদিন ধরে রাজেন্দ্রপুর ও তেঘরিয়া এলাকায় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছে। মাদক ব্যবসার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে তিনি এসব অপরাধ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি কয়েক বছর আগে বিদেশে খুনের অভিযোগেও তার নাম উঠে এসেছে।

স্থানীয় গাড়িচালক আনিসুর রহমান জানান, আকাশ মোল্লা প্রায়ই রাতে ঝিলমিল ও তেঘরিয়া আন্ডারপাস এলাকায় গাড়ি আটকে ছিনতাই করে। সবাই জানলেও ভয়ে কেউ মুখ খোলেন না।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup