সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় হাতেনাতে ধরা ডিবি কনস্টেবল

Db constable caught red handed having an affair with expatriate's wife

সিরাজগঞ্জ শহরে আলোচিত এক ঘটনায় প্রবাসীর স্ত্রী লাকি খাতুনের সঙ্গে পরকীয়ায় হাতেনাতে ধরা পড়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল সেলিম। বুধবার (১ অক্টোবর) সকালে পৌর শহরের রায়পুর ১ নম্বর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে সদর থানা পুলিশ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

Whatsapp image 2025 10 02 at 12.47.43 pm

স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর ধরে লাকি খাতুনের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন কনস্টেবল সেলিম। এ নিয়ে তার সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। অবশেষে সেলিমের স্ত্রী মিতুর সন্দেহ বাড়তে থাকলে তিনি বুধবার সকালে লাকির বাড়িতে গিয়ে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন।

এ সময় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দেয় এবং কেউ একজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেলিম ও লাকিকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আহসান আলী বলেন, “আমরা ৯৯৯-এর কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। দুজনকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগী বা কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, সাংবাদিকদের প্রশ্নের মুখে কনস্টেবল সেলিম বলেন, “হ্যাঁ, যা ঘটেছে তা আমি অস্বীকার করছি না। তবে এ বিষয়ে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup