হিন্দু নারী ও মুসলিম পুরুষ ধর্ম পরিবর্তন ছাড়া বিবাহবন্ধনে আবদ্ধ হলে তা অবৈধ—সম্প্রতি হাইকোর্টের বিশেষ বেঞ্চ এক রায়ে এ মন্তব্য করেছেন। তিন বিচারপতির ওই বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়, যেসব দম্পতিকে ঘিরে মামলা হয়েছিল তারা কেউই ধর্মান্তরিত হননি। তাই ধর্ম পরিবর্তন না করেই বিয়ে করা ইসলামী শরীয়ত ও দেশের প্রচলিত আইনের পরিপন্থী। ফলে এ ধরনের বিয়ে বৈধ নয় বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
রায়ের ফলে মামলায় করা তালাক সংক্রান্ত ডিক্রিও বাতিল করে দেন আদালত। অর্থাৎ, যখন মূল বিয়েই বৈধ নয়, তখন তালাকও কার্যকর হতে পারে না বলে বিচারকরা উল্লেখ করেন।
আদালত স্পষ্ট করে বলেন, ১৮৭২ সালের বিশেষ বিবাহ আইন অনুসারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা চাইলে অন্য ধর্মের কাউকে বিয়ে করতে পারেন। কিন্তু মুসলিম নারী বা পুরুষ এই আইনের আওতায় পড়েন না। তাই মুসলিমদের ক্ষেত্রে ধর্ম পরিবর্তন ছাড়া অন্য ধর্মাবলম্বীকে বিয়ে করার সুযোগ নেই।
আরও
বাংলাদেশে এ ধরনের রায়ের নজির নতুন হলেও পার্শ্ববর্তী দেশ ভারতেও একই ধরনের অবস্থান দেখা গেছে। গত বছর ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্ট রায়ে জানায়, ধর্ম পরিবর্তন ছাড়া হিন্দু-মুসলিম বিয়ে বৈধ নয়। আদালতের মতে, এ ধরনের সম্পর্ক ভবিষ্যতে মানসিক দ্বন্দ্ব ও বিচ্ছেদের ঝুঁকি তৈরি করতে পারে।
উল্লেখ্য, ব্রিটিশ আমলে ১৮৭২ সালে ভিন্ন ধর্মাবলম্বীদের বিয়ে বৈধ করার জন্য বিশেষ বিবাহ আইন প্রণয়ন করা হয়। পরবর্তীতে ১৯৫৪ সালে এ আইনে সংশোধন আনা হয়। তবে শুরু থেকেই মুসলিমদের ক্ষেত্রে এই আইন কার্যকর হয়নি।









