সর্বশেষ

অক্টোবর থেকে ভারতে ভ্রমণের নতুন নিয়ম

New rules for traveling to india from october

ভারতে বিদেশিদের প্রবেশে নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। এখন থেকে বিমানবন্দরে দাঁড়িয়ে ডিসএম্বারকেশন ফরম পূরণ করতে হবে না। এর পরিবর্তে বিদেশি ভ্রমণকারীরা ইমিগ্রেশনে যাওয়ার আগে অনলাইনে ‘ই-অ্যারাইভাল কার্ড’ পূরণ করতে পারবেন, যা দিয়েই দেশে প্রবেশ করা যাবে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটি পুরোনো কাগুজে ফরম থেকে বেরিয়ে এসে প্রক্রিয়াটিকে ডিজিটালাইজড করছে।

আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, প্রতিটি বিদেশি ভ্রমণকারীর জন্য ডিজিটাল ডিসএম্বারকেশন (DE) কার্ড পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রার অন্তত ৭২ ঘণ্টা আগে অনলাইনে এই ফরম পূরণ করতে হবে। নয়াদিল্লি সরকার বলেছে, এই উদ্যোগের ফলে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে ভিড় ও বিলম্ব অনেকটাই কমে যাবে। তবে ভারতের নাগরিক ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারীদের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়।

ডিজিটাল ফরম পূরণের জন্য ভ্রমণকারীরা সরকারি ওয়েবসাইট (indianvisaonline.gov.in/earrival) কিংবা মোবাইল অ্যাপ ‘Indian Visa SuSwagatam’ ব্যবহার করতে পারবেন। এখানে পাসপোর্ট ও ভিসার তথ্য, ফ্লাইটের বিবরণ, ভারতে অবস্থানের ঠিকানা এবং জরুরি যোগাযোগের নম্বর দিতে হবে। প্রয়োজনে স্বাস্থ্যসংক্রান্ত তথ্যও যোগ করতে হবে। তবে অতিরিক্ত কোনো নথি আপলোড করার প্রয়োজন নেই।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইমিগ্রেশনের দীর্ঘ লাইনে দাঁড়ানো ও কাগজপত্র পূরণের ঝামেলা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ডিজিটাল কার্ড চালু হলে ভ্রমণকারীরা আগেই তাদের তথ্য জমা দিতে পারবেন, ফলে দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও তাইওয়ানের মতো দেশগুলোতে ইতোমধ্যেই এ ধরনের ব্যবস্থা চালু রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এ উদ্যোগে যাত্রীসেবা আরও সহজ ও কার্যকর হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup