সর্বশেষ

প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী, প্রবাসীর হেলিকপ্টারে নতুন বউ আনলেন প্রবাসী

Biye 2509262207

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দেড় মাস আগে স্ত্রী প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পর নতুন বিয়ে করেছেন কামাল হোসেন নামের এক ব্যক্তি। তবে সবচেয়ে আলোচিত বিষয় হলো—কন্যা সন্তানকে কোলে নিয়েই হেলিকপ্টারে চড়ে নতুন স্ত্রীকে ঘরে তুলেছেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

Munshigonj 20250926225154 (1)

 

স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে কামালের বিয়ে হয় সাথী আক্তারের সঙ্গে। সংসারে দুটি সন্তান রয়েছে। গত ১০ আগস্ট সাথী সন্তানদের রেখে প্রতিবেশী এক বিবাহিত যুবক মুন্নার সঙ্গে চলে যান। পরে জানা যায়, সাথী তাকে তালাকও দিয়েছেন। হঠাৎ এ ঘটনা কামালকে ব্যথিত করলেও তিনি নতুনভাবে সংসার শুরু করার সিদ্ধান্ত নেন।

Helikaptar 1758911304

শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে হেলিকপ্টারে নতুন শ্বশুরবাড়ি পৌঁছান কামাল। বিয়ে সম্পন্ন করে নতুন স্ত্রীকে নিয়ে ঘরে ফেরেন। এ দৃশ্য দেখতে আশপাশের বহু মানুষ ভিড় জমায়, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কামাল জানান, অর্থবিত্তের কোনো অভাব না থাকলেও কাজের কারণে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতেন তিনি। এর মধ্যে স্ত্রী সাথী পালিয়ে গিয়ে জানান, অনেক আগেই তালাক দিয়েছেন। তাকে ফেরাতে চাইলে উল্টো পুলিশ দিয়ে হয়রানির শিকার হন কামাল। পরে নতুন স্ত্রী ও তার পরিবার বিষয়টি জেনে বিয়েতে সম্মতি দেন।

নতুন জীবনের সূচনায় কামাল বলেন, সন্তানদের দায়িত্ব নিতে তার নতুন স্ত্রীও রাজি আছেন। তাই বিশেষ আয়োজন হিসেবে হেলিকপ্টার ভাড়া করে বিয়ে সম্পন্ন করেছেন তিনি। এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup