কিশোরগঞ্জের কটিয়াদীতে পরকীয়ার অভিযোগে এক প্রবাসীর স্ত্রী (২৮) ও ওয়াহিদ মিয়া (২৯) নামে এক যুবককে গাছে বেঁধে প্রকাশ্যে নির্যাতনের ঘটনা ঘটেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে কটিয়াদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কটিয়াদী পৌরসদরের দঁড়িচরিয়া কোনা গ্রামে বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রবাসীর স্ত্রী ও ওয়াহিদ মিয়াকে বেঁধে স্থানীয়ভাবে হবি ডাকাত নামে পরিচিত হাবিবুর রহমান বাঁশের কঞ্চি দিয়ে মারধর করছেন। এসময় চারপাশে ভিড় করে স্থানীয় নারী-পুরুষ ঘটনাটি উপভোগ করছিলেন। ভিডিওতে নির্যাতনের শিকারদের চিৎকারের শব্দ শোনা যায়।
আরও
খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী নারীর বিয়ে হয়েছিল প্রায় ১২ বছর আগে। চার বছর পর তার স্বামী বিদেশে পাড়ি জমান। এর পর থেকে একই উপজেলার চারিয়া গ্রামের ওয়াহিদ মিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে গ্রামে গুঞ্জন শুরু হয়। শনিবার রাতে স্থানীয়রা তাদের আটক করে পরদিন সকালে নির্যাতন চালায়।
ভুক্তভোগী নারী জানান, পরকীয়ার অপবাদ দিয়ে তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। তিনি ন্যায়বিচারের জন্য মামলা করেছেন। কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “কেউ অপরাধ করলে তাকে শাস্তি দেওয়ার অধিকার আদালতের। ব্যক্তিগতভাবে এমন নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
কিশোরগঞ্জ জজ কোর্টের নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট মোশাররফ হোসেনও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।









