সিরাজগঞ্জ জেলার শিয়ালকোল ইউনিয়নের আড়িয়ামোহন পশ্চিমপাড়া গ্রামে এক গৃহবধূকে অনৈতিক সম্পর্কের অভিযোগে হাতেনাতে আটক করেছেন তার শ্বশুর। আটক হওয়া ওই নারী মোছা. শিফা খাতুন (২৩), যিনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাজমুল হাসানের স্ত্রী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
জানা যায়, সৈনিক নাজমুল হাসান বর্তমানে কুয়েত মিশনে কর্মরত। স্বামীর অনুপস্থিতির সুযোগে স্ত্রী শিফা খাতুন প্রতিবেশী যুবক নাবিলের (২৪) সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা পরবর্তীতে অনৈতিক সম্পর্কে রূপ নেয়। সোমবার গভীর রাতে নাজমুলের বাড়িতে শ্বশুর জহুরুল ইসলাম তাদের হাতেনাতে আটক করেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদেশে দেশের জন্য দায়িত্ব পালন করছেন সৈনিক নাজমুল, আর এদিকে তার পরিবারের এ ধরনের ঘটনা গ্রামে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। অনেকেই প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ঘটনাটিকে আরও আলোচিত করে তুলেছে। এতে এলাকাজুড়ে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।









