ঢাকায় ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু হয়েছে বিশ্ব পর্যটন দিবসের উদযাপন ও আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো পর্যটন খাতের নানা সম্ভাবনা তুলে ধরছে এবং দর্শকদের জন্য রয়েছে ভ্রমণ-সংক্রান্ত সেমিনার, প্রোডাক্ট প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এফেয়ারকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিশেষ ছাড় ঘোষণা করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, তিন দিনের জন্য নির্দিষ্ট আটটি আন্তর্জাতিক রুটে টিকিটে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। এই সুবিধা যেকোনো বিমানের বিক্রয়কেন্দ্র বা অনলাইনে টিকিট কেটে পাওয়া যাবে।
বিমান কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক ভ্রমণের ব্যয় ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই এই বিশেষ ছাড় যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সহজ ও কिफায়তী করবে।
আরও
মেলায় বিমান বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে ১৮০টির বেশি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং বিদেশি মিশন। তারা পর্যটন সেবা ও পণ্য প্রদর্শন করছে এবং দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছে।
এই আয়োজনের মাধ্যমে দেশের পর্যটন খাতকে আরও সজীব করা এবং ভ্রমণচাহিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শীত মৌসুমের ভ্রমণকে উৎসাহিত করা লক্ষ্য।









