মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুসাইনগরে গভীর রাতে পরকীয়ার ঘটনায় এক যুবক হাতেনাতে ধরা পড়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, এক প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন ধরে পাশের বাড়ির এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি অনেকের নজরে এলেও সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় কেউ মুখ খোলেননি। অবশেষে বৃহস্পতিবার রাতে ওই যুবক গোপনে ঘরে প্রবেশ করলে স্থানীয়রা খবর পেয়ে ঘর ঘেরাও করে তাকে আটক করেন।
ঘটনার পর দুই পরিবারের সম্মান রক্ষায় বিষয়টি চেপে রাখার চেষ্টা করা হলেও এলাকাবাসীর মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও খবরটি ছড়িয়ে পড়তে থাকে।
আরও
এ বিষয়ে স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন, “এ ধরনের অনৈতিক কাজ সমাজের জন্য লজ্জাজনক। আমরা পারিবারিকভাবে সমাধানের উদ্যোগ নিয়েছি যাতে বিষয়টি আর বড় আকার ধারণ না করে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।








