সর্বশেষ

স্বপ্ন ছোঁয়া হলো না জীবনের, লিবিয়ায় মাফিয়াদের গুলিতে হারালেন বাংলাদেশি

Life did not touch the dream, bangladeshi killed in libya by mafia

ইউরোপে পাড়ি জমানোর স্বপ্নে ঘর ছেড়েছিলেন মাদারীপুরের ২২ বছরের তরুণ জীবন ঢালী। কিন্তু স্বপ্নপূরণের আগেই পথে থেমে গেল তার জীবন। গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত হন তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) লিবিয়ায় থাকা জীবনের সফরসঙ্গীরা ফোনে তার মৃত্যুর খবর নিশ্চিত করলে মাতম নেমে আসে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে। নিহত জীবন ওই গ্রামের বাসিন্দা কালাম ঢালীর ছেলে। ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন মা-বাবা। শোকাভিভূত পুরো গ্রাম।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ছয় মাস আগে ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে লিবিয়া যান জীবন। ইতালিতে পৌঁছানোর স্বপ্ন দেখলেও দীর্ঘদিন আটকে থাকার পর শেষ পর্যন্ত মাফিয়াদের গুলিতে প্রাণ হারাতে হয় তাকে।

এদিকে নিহত পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাষ্ট্রীয় সহায়তা ও মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আদিল হোসেন বলেন, লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথে দেশের বিভিন্ন এলাকার যুবক দালাল চক্রের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছেন। মানবপাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup