সর্বশেষ

জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করল ভারত

India blocks july coup documentary on youtube

জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণ দেখিয়ে ভারতে ইউটিউবে ব্লক করা হয়েছে বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। ‘৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক’ শিরোনামের এ প্রামাণ্যচিত্রটি গত আগস্টে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারের পর ইউটিউবে প্রকাশ করা হয়েছিল।

July

প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতীয় পরিচালক সৌমিত্র দস্তিদার। তিনি ভারতের টাইমস অব ইন্ডিয়াকে জানান, প্রাথমিকভাবে একটি গানের কপিরাইট জটিলতা থাকলেও সেটি সেপ্টেম্বর মাসে সমাধান হয়। বাংলাদেশ থেকে ভিডিওটি দেখা সম্ভব হলেও তিনি নিজ দেশে এটি চালাতে গেলে দেখতে পান ভারতে কনটেন্টটি ব্লক করা হয়েছে।

ডকুমেন্টারিতে অংশ নিয়েছেন বদরুদ্দিন ওমর, সাংবাদিক তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমীন আহমেদ, মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমা। এর গবেষণা ও চিত্রনাট্য করেছেন শাহেদ শুভ, আর ক্যামেরায় ছিলেন লুতফর রহমান।

পরিচালক সৌমিত্র দস্তিদারের ভাষ্যে, তিনি কেবল বাংলাদেশের গণঅভ্যুত্থান এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা তুলে ধরেছেন। এতে ভারতের নিরাপত্তার জন্য হুমকি তৈরি হওয়ার মতো কোনো বিষয় নেই।

তিনি আরও বলেন, যেখানে ভারতে ‘বেঙ্গল ফাইলস’–এর মতো বিতর্কিত চলচ্চিত্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রদর্শন করা হয়, সেখানে তার নির্মিত প্রামাণ্যচিত্র ব্লক হওয়ায় তিনি বিস্মিত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup