বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে বিদেশ ফেরত এক নারীকে ধর্ষণের অভিযোগে ফজলুল হক (২৬) নামে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত ফজলুল হক ধুনট উপজেলার বড়চাপড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের এক নারী জীবিকার তাগিদে ২০২২ সালে জর্ডান যান। সেখানে থাকাকালীন সময়ে মোবাইল ফোনে ফজলুল হকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি প্রেমিকার কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেন।
পরবর্তীতে ফজলুলের প্রতিশ্রুতিতে ওই নারী গত ১ আগস্ট দেশে ফেরেন। দেশে ফিরে বিভিন্ন সময় বিয়ের কথা বলে ফজলুল তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর রাতে তিনি প্রেমিকাকে নিয়ে যান এক চাচাতো বোনের বাড়িতে, যেখানে আবারও শারীরিক সম্পর্কের পর বিয়ের দাবি জানালে ফজলুল বিয়েতে অস্বীকৃতি জানিয়ে পালানোর চেষ্টা করেন।
আরও
স্থানীয়দের সহায়তায় ফজলুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, গ্রেফতারকৃত ফজলুল হককে ধর্ষণ মামলায় আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।








