সর্বশেষ

আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় র‌্যাবের অভিযান, চার জনের কারাদণ্ড

Rab raids agargaon passport office area, four people sentenced to prison

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়ে চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাব-২। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশেষ এই ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি আসিফ জানান, সংঘবদ্ধ একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। তারা পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন এবং কাগজপত্রে ঘাটতি দেখানোর ক্ষেত্রে সহায়তার প্রতিশ্রুতি দিত। এছাড়া ৫-৬ হাজার টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়াই দ্রুত পাসপোর্ট দেয়ার প্রলোভন দেখানো হতো। যারা প্রলুব্ধ হতো না, তাদের নানা কৌশলে হয়রানি করা হতো।

কর্তৃপক্ষের সতর্কীকরণ এবং মাইকিং সত্ত্বেও দালাল চক্রের কার্যক্রম বন্ধ না হওয়ায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর ধারাবাহিকতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র‌্যাব-২ জানায়, অভিযানের সময় চার জনকে হাতেনাতে আটক করা হয় এবং স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাব আরও জানিয়েছে, ভবিষ্যতেও সাধারণ মানুষের হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup